Sambad Samakal

Banking: এটিএমে ছেঁড়া টাকা, বদলাবেন কীভাবে?

Sep 6, 2021 @ 7:00 pm
Banking: এটিএমে ছেঁড়া টাকা, বদলাবেন কীভাবে?

এটিএম মেশিন থেকে অনেক সময়ই আমরা ছেঁড়া ফাটা নোট হাতে পেয়ে থাকি। কিন্তু কীভাবে সেই টাকা বদলাতে হবে, জানা না থাকায় ওই টাকা নষ্ট হয়। অথচ সহজ কিছু ধাপেই বদলানো যায় সেই টাকা। জানুন কীভাবে?

১) টাকা তোলার সময়ে এটিএম থেকে অবশ্যই ‘উইথড্রল স্লিপ’টি সংগ্রহ করুন এবং তা রেখে দিন। এই ‘উইথড্রল স্লিপ’-এর সাহায্যেই আপনার ব্যাঙ্ক আপনাকে সেই অকেজো নোটের বদলে ভালো নোট দিতে পারবে। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী যে ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা হয়েছে, তার যে কোনও ব্রাঞ্চেই এই নোট-বদল সম্ভব।

২) এটিএম থেকে পাওয়া খারাপ নোট ও উইথড্রল স্লিপটি নিয়ে ব্যাঙ্কে যান।

৩) ব্যাঙ্কে টাকা বদলানোর জন্য আপনাকে একটি ফর্ম পুরণ করতে হবে।

৪) পূরণ করা ফর্মের সঙ্গে উইথড্রল স্লিপটি জমা করুন।

৫) ব্যাঙ্ক থেকে সংগ্রহ করুন পরিবর্তিত নোট।

Related Articles