Sambad Samakal

Abhisek Bannerjee: ২৫ বিজেপি বিধায়ক তৃণমূলে আসার অপেক্ষায়! অভিষেকের দাবিতে তোলপাড় দিল্লিতে

Sep 7, 2021 @ 9:53 am
Abhisek Bannerjee: ২৫ বিজেপি বিধায়ক তৃণমূলে আসার অপেক্ষায়! অভিষেকের দাবিতে তোলপাড় দিল্লিতে

নাম না করে দিল্লিতে দাঁড়িয়ে এবার সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহাকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, পশ্চিমবঙ্গের কমপক্ষে ২৫ জন বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেবে বলে লাইন দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। যিনি বলেছিলেন, ছেলেবেলা থেকে রাজনীতি করার সুবাদে স্পষ্ট গন্ধ পাচ্ছেন, বিধানসভা ভোটে বিজেপি ২০০ পার করবে, তাঁর দল ৭০ এই থমকে গেল। আর এখন সেই ৭০ থেকেই ২৫ জন একসঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে অপেক্ষা করছেন।” তবে দলতাগীদের জন্য অভিষেক কার্যত শর্ত দেওয়ায় বিজেপি ছাড়তে চাওয়া বিধায়করা প্রবল চাপে পড়ে গিয়েছেন। ইতিমধ্যেও যাঁরা যোগ দিয়েছেন তাঁরাও কার্যত ফাঁপরে। কারণ, দিল্লিতে দাঁড়িয়ে অভিষেক ঘোষণা করেছেন, “যে বিধায়করা বিজেপি ছেড়ে আসবেন তাঁরা ইস্তফা দিয়ে ফের উপনির্বাচনে জিতেই নির্বাচিত হয়ে আসবেন। দলের সাধারণ সম্পাদক হিসাবেই সেই ছেলেবেলা থেকে রাজনীতি করা নেতাকে চ্যালেঞ্জ দিয়ে রাখলাম।” উল্লেখ, বিধানসভা ভোটের প্রচারে এসে নিজের ছেলেবেলার কথা উল্লেখ করে অমিত শা বলেছিলেন, স্পষ্ট গন্ধ পাচ্ছি বিজেপি ২০০ পার করবেই। কিন্তু গেরুয়া পার্টি ৭৭ আটকে যায়। প্রথমেই পদত্যাগ করেন নিশীথ প্রামানিক ও জগন্নাথ সরকার, বিধায়ক নির্বাচিত হওয়া দুই বিজেপি সাংসদ। এরপর একে একে ইতিমধ্যে বিজেপির ৬ বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। কিন্তু অভিষেকের দাবি মতো ২৫ জন একসঙ্গে দল ছাড়লে বিজেপি বিধায়কদের এক তৃতীয়াংশ এক ধাক্কায় কমে যাবে। দলত্যাগ বিরোধী আইনেও আটকানো যাবে না দলতাগীদের।

Related Articles