Sambad Samakal

KMC; ডেঙ্গু, ম্যালেরিয়ায় নজরদারিতে বাধা দিলেই গ্রেফতার, নির্দেশ ফিরহাদের

Sep 11, 2021 @ 11:08 pm
KMC; ডেঙ্গু, ম্যালেরিয়ায় নজরদারিতে বাধা দিলেই গ্রেফতার, নির্দেশ ফিরহাদের

ডেঙ্গু, ম্যালেরিয়ায় নজরদারিতে বাধা দিলেই গ্রেফতার করা হবে। শনিবার এই নির্দেশ দিলেন কলকাতার মুখ্য পুর প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি জানান, বিভিন্ন আবাসন বা বাড়িতে ডেঙ্গু বা ম্যালেরিয়ার জীবাণু বহনকারী লার্ভা জন্মাচ্ছে কি না, তার নজরদারিতে গিয়ে অনেক ক্ষেত্রেই বাধার মুখে পড়তে হচ্ছে পুরকর্মীদের। তাই এবিষয়ে কড়া মনোভাব নিতে বাধ্য হচ্ছে পুরসভা। নজরদারির জন্য আবাসন বা বাড়িতে ঢুকতে পুরকর্মীদের বাধা দিলে মহামারী আইন প্রয়োগ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হবে। এদিন পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এই নির্দেশ দিয়েছেন তিনি।

করোনা কাঁটার মধ্যে শহরে নতুন করে চিন্তা বাড়িয়েছে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ। গত দু’সপ্তাহে পূর্ব কলকাতার পাশাপাশি তিলজলা, তপসিয়ার মতো বেশ কিছু ওয়ার্ডে ডেঙ্গু ও ম্যালেরিয়ার দাপট শুরু হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। তাই বাড়ি বাড়ি ঘুরে পুরসভার স্বাস্থ্যকর্মীরা পরীক্ষা করে দেখছেন, বাড়ির ছাদে বা ফুলের টবে এবং ঘরের পিছনের কোনও পাত্রে বৃষ্টির জল জমে ডেঙ্গুর লার্ভা জন্মাচ্ছে কি না, বা বাড়ির ফ্রিজের ট্রে বা উইন্ডো এসি মেশিনের নিচে জল জমা জলে ডেঙ্গুর লার্ভা জন্মাচ্ছে কি না। কিন্তু অভিযোগ, বেশ কিছু ক্ষেত্রে কোভিড সংক্রমণের অজুহাত দেখিয়েই আবাসনের ভিতরে দারোয়ান বা বাড়ির মালিকরা পুরকর্মীদের ঢুকতে বাধা দিচ্ছেন। বেশ কিছু বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান বা সরকারি কার্যালয়েও স্বাস্থ্যকর্মীদের নজরদারিতে বাধা দেওয়া হচ্ছে। এদিন বিষয়টি জানতে পেরেই কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ফিরহাদ।

Related Articles