Sambad Samakal

Bhabanipur: প্রথম রবিবাসরীয় প্রচারে জমজমাট ভোট ময়দান

Sep 12, 2021 @ 7:31 pm
Bhabanipur: প্রথম রবিবাসরীয় প্রচারে জমজমাট ভোট ময়দান

শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। সময় আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এর মধ্যেই যুযুধান দুই শিবিরের প্রথম রবিবাসরীয় ভোট প্রচারে জমে উঠল ভবানীপুর। এদিন সকাল থেকেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নামে ঘাসফুল শিবির। অন্যদিকে, দলীয় প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে সঙ্গে নিয়ে ভবানীপুরে প্রচার করেন খোদ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও।

এদিন সকালেই দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে বেরিয়ে পড়েন ভাই তথা তৃণমূল নেতা কার্তিক বন্দ্যোপাধ্যায়। ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পটুয়াপাড়া, পাবর্তী চক্রবর্তী লেন, রানি শঙ্করী লেনের অলি-গলিতে গিয়ে প্রচার করেন তিনি। পরে হাওড়ার জগন্নাথ মন্দিরে দিদির বিপুল জয় প্রার্থনায় পুজোও দেন তিনি।

রবিবারের সকালেই নেত্রীর হয়ে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে পড়েন মন্ত্রী ফিরহাদ হাকিম। চেতলা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মুখ্যমন্ত্রীর উন্নয়নের লিফলেট বিলি করেন তিনি। তাঁর কথায়, ‘গণতন্ত্র মানেই জন সংযোগ, মানুষের কাছে পৌঁছনো। আমরা সেই কাজটাই করছি।’ জয় নয়, আসন্ন ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের মার্জিন বাড়ানোই লক্ষ্য বলে জানান ফিরহাদ।

অন্যদিকে, এদিন সকাল থেকেই বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচার শুরু করেন দিলীপ ঘোষ। আইনজীবী প্রার্থীকে সঙ্গে নিয়ে ভবানীপুরে চা চক্রে অংশ নেন রাজ্য বিজেপি সভাপতি। জিলিপির সঙ্গে চায়ের কাপে চুমুক দিয়েই প্রচারে মমতা বিরোধী ঝড় তোলার চেষ্টা করেন দিলীপ। প্রার্থীর হয়ে লিখলেন দেওয়ালও।

সকালে চা চক্রের আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রাতর্ভ্রমণের মাধ্যমেই নিজের রবিবাসরীয় ভোট প্রচার শুরু করেন প্রিয়ঙ্কা। প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে কথা বলেন, করেন কুশল বিনিময়।

Related Articles