Sambad Samakal

Medical: বেসরকারি উদ্যোগে মেডিক্যাল কলেজ গড়বে রাজ্য

Sep 13, 2021 @ 8:08 pm
Medical: বেসরকারি উদ্যোগে মেডিক্যাল কলেজ গড়বে রাজ্য

সরকারি মেডিক্যাল কলেজের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার সপ্তাহের প্রথম দিনে নবান্নে ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকের পর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

মুখ্য সচিব জানান, এই মুহূর্তে রাজ্যে সাতটি মেডিক্যাল কলেজ আছে। ঝাড়গ্রাম, আরামবাগ, উলুবেড়িয়া, বারাসাত সহ মোট ছয়টি মেডিক্যাল কলেজ গঠনের কাজ চলছে। তবে এবার সরকারি মেডিক্যাল কলেজের ছাড়াও বেসরকারি উদ্যোগে আরও মেডিক্যাল কলেজ তৈরি হবে। যদিও বিষয়টি গত সরকারের আমলেই সিদ্ধান্ত হয়েছিল। তবে এদিন তার চূড়ান্ত সীলমোহর পড়ল। পাশাপাশি নার্সিং মেডিক্যাল কলেজও গঠন করা হবে।

তবে বেসরকারি উদ্যোগে মেডিক্যাল কলেজ গড়ার জন্য কিছু শর্ত আরোপ করছে রাজ্য। জানানো হয়েছে, বেসরকারি মেডিক্যাল কলেজ তৈরি করতে গেলে ন্যূনতম ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থাকতে হবে। কিন্তু রাতারাতি ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল গড়ে তোলা সম্ভব নয়। তাই বেসরকারি উদ্যোক্তারা এক্ষেত্রে যে কোনও ৩০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালকে নিয়ে এই কাজ করতে পারবেন। তার জন্য সরকারের কাছে আবেদন জানানো যাবে।

Related Articles