Sambad Samakal

JEE: প্রথম স্থানে ১৮, JEE Main এর রেজাল্ট জানবেন কীভাবে?

Sep 15, 2021 @ 10:53 am
JEE: প্রথম স্থানে ১৮, JEE Main এর রেজাল্ট জানবেন কীভাবে?

বুধবার ভোরে প্রকাশিত হল JEE Main ২০২১ পরীক্ষার ফোর্থ সেশনের রেজাল্ট। ফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। মেধাতালিকায় প্রথম স্থানাধিকারি ১৮ জন। NTA জানিয়েছে, এ বছর নয়া রেকর্ড সৃষ্টি করে ৪৪ জন পড়ুয়া ১০০ পার্সেন্টাইল পেয়েছে।

প্রথম স্থান অধিকার করেছেন কর্নাটকের গৌরব দাস, বিহার বৈভব বিশাল, অন্ধ্রপ্রদেশের দুগ্গিনেনি ভেঙ্কটা পানিশ, কাঞ্চনাপালি রাহুল নাইডু, কারানাম লোকেশ ও পাসালভা ভিরা শিবা, রাজস্থানের সিদ্ধান্ত মুখোপাধ্যায় ও অনসুল ভার্মা, দিল্লির রুচির বনসল, উত্তরপ্রদেশের অমাইয়া সিংঘাল ও পাল আগরওয়াল, তেলঙ্গানার কোম্মা শরণ্যা ও জসউলা ভেঙ্কটা আদিত্য, মহারাষ্ট্রের অথর্ব অভিজিৎ তাম্বাত, দিল্লির কাভ্যা চোপড়া, পঞ্জাবের পুলকিত গোয়েল, চণ্ডীগড়ের গুরমরিত সিং।

চলতি বছরে মোট ৯ লাখ ৩৪ হাজার ৬০২ জন পরীক্ষার্থী JEE Main পরীক্ষায় বসেছিলেন। এর আগে দু’বার ওই ফলপ্রকাশের দিন পিছিয়ে গিয়েছিল। রেজাল্ট জানতে লগ ইন করুন jeemain.nta.nic.in এবং nta.ac.in সাইটে।

Related Articles