Sambad Samakal

Bhabanipur: আমেদাবাদ গিয়েও লড়াইয়ের হুঁশিয়ারি, ঝড় জল উপেক্ষা করেও ভোট দিতে আর্জি মমতার

Sep 16, 2021 @ 7:50 pm
Bhabanipur: আমেদাবাদ গিয়েও লড়াইয়ের হুঁশিয়ারি, ঝড় জল উপেক্ষা করেও ভোট দিতে আর্জি মমতার

মাত্র একদিন আগেই টাইমস ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী সেরা ১০০-র তালিকায় উঠে এসেছে তাঁর নাম। দেশের মোদি বিরোধী প্রধান প্রতিবাদের মুখ হিসাবে বর্ণনা করা হয়েছে তাঁকে। আর তারপরেই বৃহস্পতিবার ভবানীপুরে নিজের উপনির্বাচনের মঞ্চে নজর কাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবানিপুরের ভোট উপলক্ষে করা সভামঞ্চ থেকেই দেশীয় রাজনীতি আক্রমণ শানালেন মমতা। বলেন, ‘আগে দেশ, পড়ে আমি। দেশ বাঁচলে তবেই আমরা বাঁচব। আমি দেশ বাঁচব। আমি দেশকে তালিবান বানাতে দেব না। যতদিন বাঁচব মাটির কথা বলব।’

বাংলা তাঁর লড়াইয়ের মাটি। তবে এবার দেশের স্বার্থে প্রয়োজনে আমেদাবাদ গিয়েও লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর উপনির্বাচনের তৃণমূল প্রার্থী তিনি। এদিন নিজের ভোট প্রচারের মঞ্চ থেকেই মোদি শাহর বিরুদ্ধে হুঙ্কার ছাড়েন বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, ‘এবছর আমার ২১ জুলাইয়ের ভার্চুয়াল অনুষ্ঠান উপলক্ষে গুজরাতের আমেদাবাদেও পোস্টার পড়েছিল, দেওয়াল লেখা হয়েছিল। কিন্তু দেওয়াল মুছে ফেলেছে, পোস্টার ছিঁড়ে দিয়েছে। তা সত্ত্বেও আমেদাবাদ থেকে প্রচুর মানুষ আমার ভার্চুয়াল সভায় যোগ দিয়েছেন। প্রয়োজনে আমেদাবাদ গিয়েও রাজনৈতিক লড়াই করব।’

বৃহস্পতিবার ভবানীপুর উত্তম কুমার স্মৃতি রক্ষা কমিটির ডাকে অবাঙালি, হিন্দিভাষীদের সঙ্গে নিয়ে লেডিজ পার্কে নির্বাচনী সভা করেন মমতা। বলেন, ‘নন্দীগ্রামকে পাকিস্তান বলেছে, ভবানীপুরকেও পাকিস্তান বলছে। আমি মসজিদে গিয়েছিলাম বলে বিজেপি কটাক্ষ করছে। আমি মন্দিরে গেলাম, গুরুদ্বারেও গেলাম, যে যার ধর্ম, তাই পালন করুন। মাঝে মাঝেই গুরুদ্বারে যাই। তবে এর জেরে রাজনীতির সঙ্গে ধর্মকে গুলিতে ফেলা ঠিক কাজ নয়।’

মমতা বলেন, ‘বিজেপির যে কায়দা, সেটা আমার পছন্দ নয়। নোটবন্দির সময় কী হয়েছিল, আপনারা দেখেছেন। আমি রোজ বড়বাজার যেতাম, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতাম। আমি কারও খারাপ চাই না।’

মমতা এদিন তোপ দাগলেন উত্তরপ্রদেশের বিজ্ঞাপনে ছবি বিতর্ক নিয়েও। তাঁর কটাক্ষ, ‘চিটিং করার দরকার কি? আমায় চাইলেই আমি ছবি দিয়ে দিতাম।’ তীব্র ভর্ৎসনা ছুড়ে দেন উত্তরপ্রদেশ সরকারের প্রতি। বলেন, ‘uttar প্রদেশে ভাসিয়ে দেওয়া করোনার মৃতদেহ মালদার গঙ্গা থেকে তুলে আমরা সরকার করেছি।’

ভবানীপুরের ভোটারদের কাছে মমতার আবেদন, ঝড়, বৃষ্টি যা-ই হোক, সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ান। নিজের ভোট নিজে দিন। আমার ওপর এত বছর ধরে যত অত্যাচার হয়েছে ভোট বাক্সে তার বিরুদ্ধে খো। উগরে দিন। আমাকে বিপুল ভোটে জয়ী করুন, আশীর্বাদ করুন।’

এয়ার ইন্ডিয়া, রেল থেকে ফেক whatsapp বানিয়ে চাকরির অফার করা হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। বলেন, ‘দু’হাজার whtasapp গ্রুপ, সব বিক্রি করে দিয়ে শুধু জেল ফাঁকা করে রেখেছে।’

এদিনের সভায় ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সী, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, বিবেক গুপ্তা প্রমুখ।

Related Articles