Sambad Samakal

Weather: বিশ্বকর্মার আকাশে ঘুড়ি ওড়ানোয় বাধা বৃষ্টি

Sep 17, 2021 @ 10:42 am
Weather: বিশ্বকর্মার আকাশে ঘুড়ি ওড়ানোয় বাধা বৃষ্টি

বঙ্গোপসাগরের উত্তরদিকে তৈরি হওয়া এই নিম্নচাপ ক্রমশই স্থলভাগের দিকে এগোচ্ছে। এর জেরে শুক্রবার, বিশ্বকর্মা পুজোতেও দিনভর বৃষ্টি হবে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায়। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।

হওয়া অফিস জানিয়েছে, কয়েকঘণ্টার মধ্যেই ভারী বৃষ্টি নামবে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এবং বর্ধমানে। অন্যদিকে, কলকাতা (Kolkata), হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আকাশ মেঘলাই থাকবে। ফলে বিশ্বকর্মা পুজোর আকাশে ঘুড়ি ওড়ানোর মজা মাঠে মারা যেতে পারে। বৃষ্টি বানচাল করতে পারে মণ্ডপে মণ্ডপে বিশ্বকর্মার পুজোর আয়োজনও।

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ।

Related Articles