Sambad Samakal

College Opening: ২৫ অক্টোবর পলিটেকনিকের, কলেজে ক্লাস শুরু ৮ নভেম্বর

Oct 22, 2021 @ 9:15 pm
College Opening: ২৫ অক্টোবর পলিটেকনিকের, কলেজে ক্লাস শুরু ৮ নভেম্বর

করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতেই ফের রাজ্যের স্কুল-কলেজগুলো খোলার তোড়জোড় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন, করোনা পরিস্থিতি বিচার করে পুজোর পরেই ফের ধাপে ধাপে ক্লাস শুরু হতে পারে স্কুল ও কলেজগুলোতে। শুক্রবার জানা গেল, পুজোর ছুটি শেষে ২৫ অক্টোবর, সোমবার থেকেই খুলে যাচ্ছে পলিটেকনিক কলেজগুলো। ওইদিন থেকেই কলেজে শুরু হবে ক্লাস। অন্যদিকে, সাধারণ ডিগ্রি কলেজগুলিতে আগামী ৮ নভেম্বর থেকে শুরু হতে পারে স্বাভাবিক পঠনপাঠন। বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও এনিয়ে আলোচনা করছে রাজ্য সরকার। সূত্রের খবর এবার আর অনলাইনে নয়, ছাত্রছাত্রীদের দাবি মেনে অফলাইন ক্লাসের কথাই ভাবা হচ্ছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলেই এবিষয়ে ঘোষণা করবে উচ্চশিক্ষা দফতর।

উল্লেখ্য, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় গত বছরের মার্চ মাস থেকে বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। মাঝে অবশ্য সামান্য কিছুদিন নবম থেকে দ্বাদশের ক্লাস হয়েছে। তবে বাকি সব বন্ধই ছিল। সম্প্রতি কারিগরি শিক্ষা দফতরের মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বিভাগীয় আধিকারিকদের কাছে জেলাওয়াড়ি রিপোর্ট চান হুমায়ুন কবীর। তার ভিত্তিতেই এবার পলিটেকনিক কলেজগুলোতে পঠন পাঠন স্বাভাবিক করতে জোর দিয়েছেন তিনি। তারপরেই বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে কঠোরভাবে নিয়ম মেনে ক্লাস শুরুর নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা দফতর। ক্যালকাটা টেকনিক্যাল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত প্রধান জানিয়েছেন, “আমরা সপ্তাহে তিনদিন করে ক্লাসে আসার জন্য রুটিন তৈরি করেছি। প্র্যাকটিক্যাল ও ওয়ার্কশপে বরাদ্দ তিনঘণ্টা। মোট চারটি গ্রুপে ভাগ করে দূরত্ব রেখে ক্লাস হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *