Sambad Samakal

100 crore jab: তালি বা থালি নয় প্রযুক্তি আর বিজ্ঞানকেই আশ্রয় করলেন মোদি

Oct 22, 2021 @ 11:07 am
100 crore jab: তালি বা থালি নয় প্রযুক্তি আর বিজ্ঞানকেই আশ্রয় করলেন মোদি

দেশে ১০০ কোটি কোভিড ভ্যাকসিন টিকা দেওয়া উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় লাইভে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১০০ কোটির ঢাক পেটানোর পাশাপাশি সমালোচকদের দিকেও কটাক্ষ করতে ছাড়েন নি মোদি। তাঁর মতে এটাই ‘নিউ ইন্ডিয়া’র সক্ষমতা ও দক্ষতা। ভ্যাকসিন বন্টনে অস্বচ্ছতা আর ব্যর্থতার অভিযোগ যতই উঠুক না কেন প্রধানমন্ত্রী তাতে আমল দিতে রাজি নন। তিনি লাইভ ভাষণে বুক ঠুকে বলেছেন, “ভ্যাকসিন বন্টনে কোনো ভিআইপি কালচার ছিল না।”

তালি বাজানো বা থালা বাজানো নিয়ে বিরোধীরা যতই কটাক্ষ করুন না কেন মোদি অবিচল। তাই তিনি বলেন “আমরা বলিনি তালি-থালি বাজালে ভাইরাস চলে যাবে, এটা ছিল দেশের একাত্মতা সেই সঙ্গে সার্বিক স্বত:স্ফূর্ত অংশগ্রহন।”

দেশ বাসীকে মোদি ভ্যাকসিনের পরেও সাবধানতা অবলম্বন করতে বলেন। তিনি বলেন, “জুতো পরার মতোই মাস্ক পরার অভ্যাস করুন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *