Sambad Samakal

Modi Mamata: রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় পোস্ট মোদির, কী বার্তা মমতার?

May 8, 2024 @ 12:35 pm
Modi Mamata: রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় পোস্ট মোদির, কী বার্তা মমতার?

বৃহস্পতিবার ৮ মে সারাদেশ জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। আর এদিনই বাঙালি আবেগে শান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি বঙ্গবাসীকে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি লেখেন, “গুরুদেব টেগোরের জন্মজয়ন্তিতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ। তাঁর সহিষ্ণু প্রজ্ঞা ও প্রতিভা প্রজন্মের পরে প্রজন্ম অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করবে।” একসঙ্গেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বাংলায় পাঠ করে সেই ভিডিও পোস্ট করেছেন মোদি।

অন্যদিকে, রবীন্দ্রজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁকে অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। দেশ, কালের গণ্ডি পেরিয়ে আজও আমাদের আশ্রয় পরম আত্মীয়। গঙ্গাজলে গঙ্গাপূজা করে বলি ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর’।

Related Articles