Sambad Samakal

HS Result: উচ্চমাধ্যমিকে প্রথম পাঁচে কারা? মেয়েদের মধ্যে প্রথম কে?

May 8, 2024 @ 2:03 pm
HS Result: উচ্চমাধ্যমিকে প্রথম পাঁচে কারা? মেয়েদের মধ্যে প্রথম কে?

বুধবার প্রকাশিত হল এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। ৪৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছে আলিপুরদুয়ারের অভীক দাস। ৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা। ৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে মালদা রামকৃষ্ণ মিশনের অভিষেক গুপ্ত।

যুগ্মভাবে ৪৯৪ নম্বর পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে কোচবিহারের প্রতীচী রায় তালুকদার ও হুগলির স্নেহা ঘোষ। ৪৯২ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে কলকাতার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের শৌনক কর।

গোটা রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে হুগলির স্নেহা ঘোষ।

Related Articles