Sambad Samakal

Hoichoi: বাংলা নতুন বছরে নতুন গল্প নিয়ে হাজির হ‌ইচ‌ই

Apr 20, 2022 @ 12:58 am
Hoichoi: বাংলা নতুন বছরে নতুন গল্প নিয়ে হাজির হ‌ইচ‌ই

সোমনাথ লাহা

নতুন বছর শুরু হোক নতুন গল্প, নতুন সুর, নতুন কথা দিয়ে। এহেন বিষয়ভাবনাকে মাথায় রেখেই আড়ম্বর ও জাঁকজমকপূর্ণ ভাবে হাজির হ‌ইচ‌ই, এসভিএফের ওটিটি প্ল্যাটফর্ম। বাংলা নববর্ষে এবার তাদের একগুচ্ছ ওয়েবসিরিজ নিয়ে তৈরি হ‌ইচ‌ই। সঙ্গে নতুন ট্যাগলাইন ‘নতুন গল্প হয়ে যাক’। আগামী ছয় মাসে ৮টি নতুন ওয়েব সিরিজ স্ট্রিমিং হবে ওটিটি প্ল্যাটফর্ম ‌ হ‌ইচ‌ই-তে। তালিকায় শুধুমাত্র কলকাতার নয়, রয়েছে বাংলাদেশের ওয়েব সিরিজ‌ও। শিল্পী তালিকাতেও রয়েছেন কলকাতা ও বাংলাদেশের জনপ্রিয় ও প্রতিথযশা অভিনেতা-অভিনেত্রীরা। তাঁরা হলেন সোহিনী সরকার, ঋষভ বসু, মধুমিতা সরকার, শাশ্বত চট্টোপাধ্যায়, জাকিয়া বারী মম, অর্জুন চক্রবর্তী, মোশারফ করিম, প্রিয়াঙ্কা সরকার, আফরান নিশো প্রমুখ শিল্পীরা। এছাড়াও নতুন সিরিজের মধ্যে রয়েছে বাঙালির বহুল প্রতীক্ষিত গোয়েন্দা ফেলুদা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে হ‌ইচ‌ই-এর নতুন ওয়েব সম্বলিত টিজার। আর তাতেই দেখা গিয়েছে ফেলুদা রূপে টোটা রায়চৌধুরীকে। এক অর্থে যা বাঙালির নস্ট্যালজিয়াকে উসকে দিয়েছে। নতুন এই সিরিজগুলি প্রসঙ্গে হ‌ইচ‌ই -য়ের সহ-প্রতিষ্ঠাতা বিষ্ণু মোহতা জানান,” বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে আমরা হ‌ইচ‌ই-য়ের নতুন শো-গুলির কথা ঘোষণা করছি। এটা আমাদের কাছে একটা দারুণ মুহূর্ত। আমাদের লক্ষ্য‌ই হল দর্শকদের সামনে এমন বিষয় ভাবনাগুলোকে মেলে ধরা যেগুলো তাদের আবেগকে ছুঁয়ে যায় এবং আমাদের সঙ্গে সংযুক্ত করে। আমাদের আগামী ছয় মাসের বিষয়গুলির মধ্যে সেই ভাবনার প্রতিফলন‌ই রয়েছে। এবারের বিষয়গুলি সাসপেন্স, কমেডি, প্রেম, ড্রামা, রোমাঞ্চ ও বাঙালি নস্ট্যালজিয়ায় ভরা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *