Sambad Samakal

Srilanka: অস্থির শ্রীলঙ্কায় সর্বদল সরকার গড়তে উদ্যোগ বিক্রমসিংঘের

May 15, 2022 @ 6:34 pm
Srilanka: অস্থির শ্রীলঙ্কায় সর্বদল সরকার গড়তে উদ্যোগ বিক্রমসিংঘের

দেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আসনে বসেই সব দল থেকে সদস্য নিয়ে অন্তবর্তী সরকার গড়তে উদ্যোগ নিলেন রনিল বিক্রমাসিংঘে। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী তথা ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিল সর্বদলীয় সরকার গড়তে বিরোধী দলগুলির উদ্দেশে চিঠি লিখেছেন। প্রধান বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদসাকে লেখা চিঠিতে সর্বদলীয় সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

চিঠিতে নতুন প্রধানমন্ত্রী বলেছেন, দলীয় রাজনীতি পাশে সরিয়ে রেখে সব দলেরই উচিত জনগণের মুখোমুখি হওয়া। কালবিলম্ব না করে ভঙ্গুর অর্থনীতিকে নতুন করে গড়া উচিত। চিঠিতে রনিল আশা প্রকাশ করেন, পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী সব দলের সমর্থন নিয়ে রাজনৈতিক পথ তৈরি করতে হবে, যা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে।

রনিল বলেন, ‘দেশকে বর্তমান অবস্থা থেকে মুক্ত করতে একটাই রাস্তা খোলা আছে, নতুন রাজনৈতিক পথে সবার সর্বাচ্চ শক্তি ও অঙ্গীকার দিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া।’ রনিল বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিয়ে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবেশ উন্নত করতে সব দলকে হাত বাড়িয়ে সমন্বিত চেষ্টা তিনি চালাবেন।

যদিও অন্য রাজনৈতিক দল এই বিষয়ে তাদের মতামত জানায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *