Sambad Samakal

Tollywood: তথাগত-র হাত ধরে কামব্যাক ভিক্টরের

Jun 4, 2022 @ 1:21 am
Tollywood: তথাগত-র হাত ধরে কামব্যাক ভিক্টরের

সোমনাথ লাহা

বাঙালি পরিবারে ভাঙন অনেকদিন ধরেই চলে আসছে। ঐতিহ্যবাহী যৌথ পরিবারের কাঠামো ভেঙে যাচ্ছে। আজকের সময়ে দাঁড়িয়ে তাই অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একক অভিভাবকত্ব। নিজেদের শিকড় থেকে ক্রমশ‌ই দূরে সরে যাচ্ছি আমরা। তাহলে কি আমরা সত্যিই সংকটাপন্ন অবস্থায় রয়েছি? এহেন বিষয়ভাবনাকে এবার সেলুলয়েডে তুলে ধরেছেন পরিচালক তথাগত ভট্টাচার্য। ইতিপূর্বে ‘অন্তর্ঘাত’, ‘সেভেন ডেজ, ‘অস্ত্র’-র মতো ছবি পরিচালনা করছেন তথাগত। ছবিতে একজন সিঙ্গেল মাদারের চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিতে তিনি একজন দশ বছর বয়সী ছেলের মা। ছবির কাহিনি আবর্তিত হয়েছে একটি দশ বছর বয়সী ছেলের সঙ্গে একজন পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধের বন্ধুত্বকে কেন্দ্র করে। আসলে চূড়ান্ত আধুনিকতার যুগে সময় যত এগিয়েছে, যুগের তালে তালে মানুষের জীবনধারারও অনেক পরিবর্তন হয়েছে। ঐতিহ্যগত যৌথ পরিবার কাঠামোর অধীনে বেড়ে উঠেছেন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ ব্যক্তি। অন্যদিকে সিঙ্গেল মাদারের কাছে মানুষ ১০বছর বয়সী এক ছেলে। দু’জনেই আলাদা পারিবারিক কাঠামোর দিক থেকে। কিন্তু তাঁদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। পরিবারের সান্নিধ্য পায় ছেলেটি। ছবিতে পঁচাত্তরের বৃদ্ধের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। এই ছবির হাত ধরেই বহুদিন পর বড়পর্দায় কামব্যাক করছেন এই অভিনেতা। প্রসঙ্গত ২০০১-এ মুক্তিপ্রাপ্ত তথাগতর প্রথম ছবি ‘অন্তর্ঘাত’-এ অভিনয় করেছিলেন ভিক্টর। ফের তথাগতর ছবির হাত ধরেই বহুদিন পর টলিউডের আঙিনায় ফিরলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুরাধা রায়, অঙ্গনা বসু, সুদেষ্ণা চক্রবর্তী, সুপ্রতিম রায়, অনিন্দ্য সরকার, জয়শ্রী অধিকারী, অভিষেক গাঙ্গুলি, শিশুশিল্পী অঙ্কন মল্লিক, শিশুশিল্পী স্বপ্নদীপ অধিকারী, প্রমুখ। ছবির শুটিং হয়েছে হিমাচলে। ছবিটি প্রযোজনা করেছেন অশোক পরিক ও দীপক পরিক। নিবেদনে আইসবার্গ ক্রিয়েশনস। সিনেমাহলে মুক্তি পাওয়ার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম ও বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হবে ‘আকরিক’। ছবি মুক্তির পর দর্শকদের কতটা ভালোলাগবে এখন সেটাই দেখার বিষয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *