Sambad Samakal

Biggest Plant: পৃথিবীর বৃহত্তম উদ্ভিদ এক প্রকারের ঘাস, জানেন?

Jun 4, 2022 @ 1:29 am
Biggest Plant: পৃথিবীর বৃহত্তম উদ্ভিদ এক প্রকারের ঘাস, জানেন?

পৃথিবীর বৃহত্তম গাছ কোনটি? এই প্রশ্নের উত্তরে অনেকেই বলবেন, ক্যালিফোর্নিয়ার ‘হাইপারন’ বা টুলের কাউন্টির ‘গ্রেট শারমন ট্রি’-এর কথা। বোটানিক্যাল গার্ডেনের ‘গ্রেট ব্যানিয়ান ট্রি’র নামও আসতে পারে অনেকের মনে। তবে এই সমস্ত প্রকাণ্ড মহীরুহই কার্যত হার মানল সামান্য সামুদ্রিক ঘাসের কাছে। সম্প্রতি পশ্চিম অস্ট্রেলিয়ায় এক বিচিত্র উদ্ভিদের অস্তিত্ব আবিষ্কার করেছেন গবেষকরা।প্রায় ২০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে এই উদ্ভিদ। অর্থাৎ ম্যানহাটন শহরের প্রায় তিনগুণ আয়তনের এই ঘাস। পার্থের ৮০০ কিলোমিটার উত্তরে এই উদ্ভিদের সন্ধান পেয়েছেন গবেষকরা। এই ঘাসের চরিত্র বোঝার জন্য জিন পরীক্ষা করেন বিজ্ঞানীরা। জানা যায়, গোটা ঘাসের গালিচাটাই একটি আস্ত অভিন্ন উদ্ভিদ। যার বয়েস আনুমানিক প্রায় সাড়ে ৪ হাজার বছর!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *