Sambad Samakal

Tele serial: ভালোবাসার মানুষের জন্য আত্মত্যাগের গল্প বলবে ‘তোমায় হৃদমাঝারে রাখবো…’

Jun 7, 2022 @ 1:09 am
Tele serial: ভালোবাসার মানুষের জন্য আত্মত্যাগের গল্প বলবে ‘তোমায় হৃদমাঝারে রাখবো…’

সোমনাথ লাহা

বরাবর‌ই গতানুগতিকতার থেকে বাইরে বেরিয়ে একটু অন্যরকম ভাবনাকে দর্শকদের সামনে উপস্থাপিত করে আকাশ ৮। এবারেও এক অন্যরকম বিষয়ভাবনার মেগা ধারাবাহিক নিয়ে উপস্থিত তাঁরা। আজ অর্থাৎ ৬জুন(সোমবার) থেকে আকাশ ৮চ্যানেলে শুরু হচ্ছে ভিন্ন স্বাদের মেগা ধারাবাহিক ‘তোমায় হৃদমাঝারে রাখবো…”। মেগাটির পরিচালক সজল বোস।যিনি ইতিপূর্বে স্টার জলসায় ‘সাঁঝের বাতি’-র পাশাপাশি আকাশে ‘বেঙ্গল ক্রাইম’, ‘সেকশন ৩০২’ -এর মতো কাজ করেছেন। নতুন এই মেগাটিতে মুখ্য চরিত্রে রয়েছেন প্রিয়ান্তিকা কর্মকার, কথা চক্রবর্তী ও পার্থিব বন্দ্যোপাধ্যায়। মেগার কাহিনি ভরকেন্দ্রে রয়েছে দুই বোন মীরা ও রাধা। তারা এক আত্মা, এক প্রাণ। ব্যারাকপুরের বনেদি জমিদার অগ্নিশ্বর রায়চৌধুরী ও তার স্ত্রী বিজয়ার দুই কন্যা। রায়চৌধুরী বাড়ির কুলদেবতা ভগবান শ্রীকৃষ্ণের প্রেমিকার নাম অনুসারে দুই মেয়ের নাম রেখেছেন বাড়ির কত্তা-গিন্নি। ঘটনাচক্রে এই পরিবারে নেমে আসে বিপর্যয়। সেরিব্রাল অ্যাটাকে পঙ্গু হয়ে যান জমিদার পত্নী বিজয়া। এমতাবস্থায়, লেখাপড়া ছেড়ে মায়ের দেখাশোনা ও সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় মীরা। সে গৃহকর্মে নিপুণা। অন্যদিকে বোন রাধা পড়াশোনায় ভীষণ ভালো। জীবনে প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি সে। সে ভর্তি হয় ল কলেজে। আইনজীবী হ‌ওয়ার স্বপ্ন দেখে সে। ঘটনাচক্রে রাধার সঙ্গে পরিচয় হয় শ্যামের। সেই সূত্র ধরেই মীরার সঙ্গেও তার আলাপ হয়। শ্যামকে ভাল লেগে যায় মীরা ও রাধার। অপরদিকে রায়চৌধুরী পরিবারে নেমে আসে বিপর্যয়। পৈতৃক ব্যবসা ডুবে রীতিমতো দেউলিয়া অবস্থা মীরা ও রাধার বাবা অগ্নিশ্বরের। তারমধ্যেও শ্যামের এক বন্ধুর সঙ্গে মীরার বিয়ে ঠিক করেন অগ্নিশ্বর। কিন্তু বিয়ের দিন জমিদার পরিবার অর্থাৎ রায়চৌধুরীদের দেউলিয়া হয়ে যাওয়ার সত্যটা সকলের সামনে চলে আসায় ভেঙে যায় মীরার বিয়ে। লগ্নভ্রষ্টা হয় সে। এই শোক সহ্য করতে না পেরে মারা যান মীরা-রাধার পঙ্গু মা বিজয়া। লজ্জায়, অপমানে বাড়ি ছেড়ে চলে যান অগ্নিশ্বর। লগ্নভ্রষ্টা মীরার নিজের বোন রাধাকে নিয়ে শুরু হয় জীবনসংগ্রাম। কোন খাতে ব‌ইবে তাদের জীবন? মীরা নাকি রাধা.. কার সঙ্গে শেষ পর্যন্ত মিলন হয় শ্যামের! এই নিয়েই এগিয়েছে এই মেগার কাহিনি। মীরা-রাধা-শ্যামের এই অনন্য প্রেমের কাহিনিতে কী মোড় আসে তার জানতে গেলে চোখ রাখতে হবে আকাশ ৮-এর পর্দায়। মেগায় মীরার চরিত্রে রয়েছেন কথা চক্রবর্তী।দ্বাদশ শ্রেণীর ছাত্রী কথার আকাশে এটিই তাঁর প্রথম কাজ। ইতিপূর্বে ‘টেক্কা রাজা বাদশা’, ‘কনক কাঁকন’, ‘মহাপীঠ তারাপীঠ’ -এর মতো ধারাবাহিকে কাজ করেছেন এই অভিনেত্রী। রাধার ভূমিকায় রয়েছেন প্রিয়ান্তিকা। আর্টসে প্রথম বর্ষের ছাত্রী প্রিয়ান্তিকা ইতিপূর্বে ‘সতী’,’রুদ্রাণী’, ‘কাজললতা’, ‘দেবী চৌধুরাণী’,’ধ্রুবতারা’, ‘সাঁঝের বাতি’-র মতো মেগায় অভিনয় করেছেন। শ্যামের চরিত্রে রয়েছেন পার্থিব। যিনি এর আগে ‘কনকাঞ্জলি’, ‘রাণী রাসমণি’-তে ‘প্যারীমোহন’-এর চরিত্রে অভিনয় করেছেন। মেগায় অন্যান্য চরিত্রে রয়েছেন কুশল চক্রবর্তী ( অগ্নিশ্বর রায়চৌধুরী),পুষ্পিতা মুখোপাধ্যায় ( বিজয়া), মেঘনা হালদার( শ্যামের মামী অরুণা), অর্ণব ভদ্র( শ্যামের মামা সত্যজিৎ) ও দেবদত্ত রাহা(শ্যামের মামাতো ভাই সমীর) প্রমুখ। মেগার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন সৌমাভ গোস্বামী। সংগীত ও আবহসংগীত পরিচালনায় প্রাঞ্জল। গান গেয়েছেন শ্রীজা ও সুমন মিকি চট্টোপাধ্যায়। সিনেমাটোগ্রাফার সত্যরঞ্জন দিন্দা। প্রযোজনায় ঈশিতা সুরানা। সোমবার ভবানীপুর ঘোষবাড়িতে মেগার শুটিংয়ে উপস্থিত ছিলেন পরিচালক-প্রযোজক সহ অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা। পরিচালক সজল বোসের কথায়, “এটা শুধু মাত্র একটা ভালোবাসার গল্প নয়, আত্মত্যাগের‌ও গল্প। ভালোবাসার মাধ্যমে মে আত্মত্যাগ আর সেই ত্যাগের মাধ্যমে মে আনন্দ সেটাই এই ধারাবাহিকে ফুটে উঠেছে। নিজের ভালোবাসাকে বিলিয়ে দিয়ে আত্মত্যাগের মাধ্যমে যে আনন্দ পাওয়া যায় সেই গল্প‌ই এখানে বলা হয়েছে।” পাশাপাশি এই ধারাবাহিকের নতুন মুখরাই যে আগামীর সম্ভবনাময় ভাল অভিনেতা হতে চলেছেন সেই বিষয়েও নিশ্চিত পরিচালক। কথা চক্রবর্তীর মতে, ” আকাশে আমার এটা প্রথম কাজ হলেও এই ইউনিটের সকলেই পরিবারের মতোই। প্রথম দিন থেকে কাজ করেই সেটা বুঝতে পারছি। আমার অভিনীত চরিত্র মীরা, আমার চরিত্রের পুরো উল্টো। আমি ভীষণ তাড়াতাড়ি কথা বলি, খুবই ছটফটে। আর মীরা শান্ত মেয়ে। সে বাড়ির সকলের প্রতি যত্নশীল। সজ্জা( পরিচালক) আমাকে খুব অনুপ্রাণিত করেছেন, এক‌ইসঙ্গে উৎসাহিত করেছেন এই চরিতৃরটা সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য।”। প্রিয়ান্তিকার কথায়, “এই গল্পটা খুব ইউনিক। আমি এই ধারাবাহিকে রাধার চরিত্রে রয়েছি। একটা সময় আমার দিদি মানে মীরা লগ্নভ্রষ্টা হয়েও তার বোন রাধাকে মানুষ করতে আত্মত্যাগ করে। পরবর্তীতে রাধাও নিজের দিদির জন্য তার ভালোবাসার আত্মত্যাগ করে। বোনদের মধ্যে ঝগড়া নয়, ত্যাগের গল্প বলে এই ধারাবাহিক।” পার্থিবের মতে, “এটা একটা বিশুদ্ধ ভালোবাসার গল্প। আমি আজকের ছেলে হয়েও এই ধরনের ভালোবাসায় বিশ্বাসী। আমার চরিত্র শ্যামের সঙ্গে মীরা ও রাধা দুজনেরই সমানভাবে ভালোবাসা হচ্ছে, কিন্তু এর মধ্যে কোন‌ও খারাপ দিক নেই বরং ভালোবাসার মধ্যে মাধুর্য রয়েছে। সেটা আমার করতে বেশ ভালো লেগেছে।” কুশল চক্রবর্তী জানান, “আমার চরিত্রটি জমিদার হলেও ফ্ল্যাট চরিত্র নয়। অনেক শেডস রয়েছে। তাই অভিনয় করতে বেশ ভালো লেগেছে।” পুষ্পিতা মুখোপাধ্যায় বলেন, ” আমার ২৮বছরের অভিনয় জীবনে এই প্রথমবার আমি কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইসিস হুইলচেয়ার নির্ভর একটা চরিত্রে অভিনয় করছি। এটা আমার কাছে বেশ চ্যালেঞ্জিং। পাশাপাশি এই ইউনিটের টেকনিক্যাল টিমটা খুব মিষ্টি। এখন কাজ করতে এসে অনেক নতুন মুখদের দেখতে পাই। এই ধারাবাহিকে আমার মেয়ের চরিত্রে যাঁরা কাজ করেছেন তাঁরা খুব বাধ্য, শেখার আগ্রহ রয়েছে। খুব মনোযোগ দিয়ে কাজ করছেন। তাই তাদের সঙ্গে কাজ করে বেশ ভালো লাগছে।আর কুশলদার সঙ্গে অনেকদিনের পরিচয়। আমরা এর আগেও একসঙ্গে কাজ করেছি। সবমিলিয়ে অনেকদিন পর আকাশের কোন‌ও প্রজেক্টে কাজ করে বেশ ভালো লাগছে।” ‘তোমায় হৃদমাঝারে রাখবো..’ আজ থেকেই দেখা যাবে আকাশ ৮-এর পর্দায় সোম থেকে শনি সন্ধ্যে ৭:৩০টায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *