Sambad Samakal

Mithali Raj: ২৩ বছরের কেরিয়ারে ইতি, ক্রিকেট থেকে অবসর মিতালীর

Jun 8, 2022 @ 3:31 pm
Mithali Raj: ২৩ বছরের কেরিয়ারে ইতি, ক্রিকেট থেকে অবসর মিতালীর

দীর্ঘ ২৩ বছরের কেরিয়ারে ইতি টানলেন ভারতীয় মহিলা ক্রিকেটের অধিনায়ক মিতালী রাজ। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন বহু রেকর্ডের অধিকারিনী। নিজের সোশ্যাল অ্যাকাউন্টে দীর্ঘ পোস্ট করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন মিতালি রাজ। তিনি লিখেছেন, “বাচ্চা মেয়ে হিসেবে দেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করতে এসেছিলাম। তারপর নানা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে এগিয়েছে সময়। প্রত্যেকটা ধাপেই অনেক কিছু শিখেছি। এই দীর্ঘ ২৩টা বছরে নানারকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। দারুণ ভাবে উপভোগও করেছি। কিন্তু সব সফরই একটা জায়গায় এসে শেষ হয়। আর আমার মনে হয় এটাই অবসরের সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসর নিচ্ছি।” পোস্টে ভারতীয় বোর্ড এবং বিসিসিআই সচিব জয় শাহ ও অন্য কর্মকর্তাদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।তবে অদূর ভবিষ্যতে মেন্টর কিংবা কোচ হিসেবে তাঁকে দেখা যেতে পারে। নিজের পোস্টে সেই জল্পনা কিন্তু উসকে দিয়েছেন মিতালী। তিনি জানিয়েছেন, “ক্রিকেটকে ভালবাসি। তাই অবসর নিলেও মহিলা ক্রিকেটের উন্নতির স্বার্থে এই খেলার সঙ্গে জড়িত থাকতে চাই।”১৯৯৯ সালে কেরিয়ার শুরু। বিশ্বের একমাত্র মহিলা ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মালকিন তিনি। ব্যাটসম্যান হিসেবে তাঁকে শচীন তেণ্ডুলকরের সঙ্গে এক আসনে বসিয়েছে বিসিসিআই। আটবার আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান ছিল তাঁর দখলে। দলকে নেতৃত্ব দিয়ে এনেছেন বহু ট্রফি। ২০১৭ সালে তাঁর অধিনায়কত্বেই বিশ্বকাপের ফাইনালে পৌঁছয় ভারত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *