Sambad Samakal

Roddur Roy: খারিজ জামিনের আবেদন, ৫ দিনের পুলিশি হেফাজত রোদ্দুর রায়ের

Jun 9, 2022 @ 7:39 pm
Roddur Roy: খারিজ জামিনের আবেদন, ৫ দিনের পুলিশি হেফাজত রোদ্দুর রায়ের

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল বক্তব্য রাখার দায়ে গ্রেফতার হয়েছেন ইউটিউবার রোদ্দুর রায়। বৃহস্পতিবার দুপুরে তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। রোদ্দুর রায়ের আইনজীবী আদালতে জামিনের পক্ষে সওয়াল করেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারক। ৫ দিনের জন্য রোদ্দুর রায়কে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি।

আগামী ১৪ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবেন রোদ্দুর রায়। এদিন আদালতে তাঁর আইনজীবী দাবি করেন, যথাযথ প্রক্রিয়া মেনে গ্রেফতার করা হয়নি এই ইউটিউবারকে। এক জন নাগরিকের বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ করছে সরকার। পাল্টা সরকারি আইনজীবী সওয়াল করেন, বাক স্বাধীনতার নামে যা খুশি বলা যায় না। অশ্লীল শব্দ প্রয়োগ করে সম্মানিত ব্যক্তিদের অপমান করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *