Sambad Samakal

Rekha: সঞ্জয় লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’তে রেখা

Jun 15, 2022 @ 9:31 pm
Rekha: সঞ্জয় লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’তে রেখা

সোমনাথ লাহা

তাঁর স্ক্রিন প্রেজেন্স মায়াবী আভায় মাখা। তাই তাঁর মতো অভিনেত্রীকে পরিচালনা করা সব পরিচালকের কাছেই স্বপ্ন! হিন্দি সিনেমার মানচিত্রে বাইজি চরিত্রটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। তিনি পর্দার ‘উমরাও জান’, বলিউডের অন্যতম প্রতিভাসম্পন্না অভিনেত্রী রেখা। সঞ্জয় লীলা বানসালির প্রথম নেটফ্লিক্স ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রেখাকে। সূত্রের খবর, যে পতিতালয়কে ঘিরে এই সিরিজ, সেখানকার কর্ত্রীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। ২০১৪-তে মুক্তিপ্রাপ্ত ‘সুপার নানি’ ছবিতে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল রেখাকে। তারপর অবশ্য দু-একটি ছবিতে ক্যামিও করেছেন তিনি। বনসালির ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র বাইজি। ‘সাওয়ারিয়াঁ’ থেকে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ -তে বিভিন্ন বয়সের ও প্রান্তের বাইজি চরিত্রকে তুলে ধরেছেন সঞ্জয়। দীর্ঘ দিন ধরে রেখার সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন পরিচালক। তবে কথাবার্তা হলেও তার বাস্তবায়ন ঘটেনি। তাঁর পরিচালিত ছবিগুলিতে রেখার জন্য উপযুক্ত চরিত্র নাকি ছিল না, বলেছেন বনসালি। সূত্রের খবর, রেখাকে মাথায় রেখে এবার সিরিজের চরিত্রটি লিখেছিলেন বনসালি। সূত্রের খবর, প্রথম দিকে তাঁর দ্বন্দ্ব থাকলেও, পরে অভিনেত্রী চূড়ান্ত সম্মতি দিয়েছেন। প্রাক-স্বাধীনতা পূর্ব ভারতের প্রেক্ষাপটে হীরামান্ডি জেলার (অধুনা পাকিস্তানের লাহোরে অবস্থিত) তিন প্রজন্মের বাইজিদের গল্প দেখানো হবে সিরিজটিতে। সিরিজে মুখ্য চরিত্রে রয়েছেন বনসালির প্রথম ছবির নায়িকা মনীষা কৈরালা। এছাড়াও সিরিজে অভিনয় করবেন অদিতি রাও হায়দারি এবং সোনাক্ষী সিনহা। সঞ্জয় লীলা বানসালি ছাড়াও এই সিরিজের কয়েকটি পর্ব পরিচালনা করার কথা মিতাক্ষরা কুমারের, যিনি ‘পদ্মাবত’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। প্রসঙ্গত ইতিমধ্যেই এই সিরিজটি ২০০কোটি টাকায় নেটফ্লিক্সে বিক্রি করেছেন বনসালি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *