অবশেষে সিলমোহর পড়ল মমতার পছন্দেই। রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকেই প্রার্থী করার সিদ্ধান্ত নিল বিরোধী শিবির। মঙ্গলবার দিল্লিতে ১৮ বিরোধী দলের বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সর্বসম্মতিক্রমে তৃণমূল কংগ্রেসের সদ্য প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি যশবন্ত সিনহার নামই গৃহীত হল।‘বৃহত্তর বিরোধী স্বার্থে কাজ করার লক্ষ্যে’ এদিন সকালেই তৃণমূল ছাড়েন যশবন্ত। তখন থেকেই জল্পনা ছিল তিনিই রাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী হবেন। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল।এদিনের বৈঠকে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এনসিপি নেতা শারদ পাওয়ার, কংগ্রেসের মল্লিকার্জুন খারগে, রণদীপ সিং সুরজওয়ালে, ডিএমকে নেতা তিরুচি শিবা, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, আরজেডি নেতা মনোজ ঝা, আরএসপি নেতা আর কে প্রেমচন্দ্রন, সিপিআই (এমএল)- এর দীপঙ্কর ভট্টাচার্য প্রমুখ।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>