Sambad Samakal

Covid: করোনা আতঙ্কে এলেন না পরীক্ষার্থীরা, কলকাতা মেডিক্যালে বাতিল পরীক্ষা

Jun 27, 2022 @ 5:35 pm
Covid: করোনা আতঙ্কে এলেন না পরীক্ষার্থীরা, কলকাতা মেডিক্যালে বাতিল পরীক্ষা

থাবা বসিয়েছে করোনা। আক্রান্ত ১৪ পড়ুয়া। এই পরিস্থিতিতে পড়ুয়াদের চাপের মুখে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হল কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে।মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪ ডাক্তারি পড়ুয়া করোনা আক্রান্ত হওয়ার কারণে পরীক্ষা বাতিলের দাবি আগেই করেছিলেন পরীক্ষার্থীরা। তাঁদের দাবি ছিল, এই পরিস্থিতিতে হয় পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, না হলেও নিদেন পক্ষে পরীক্ষা হোক অনলাইনে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ সেই দাবি মানেননি। বিশেষ সতর্কতা নিয়েই পরীক্ষা চালানোর সিদ্ধান্ত অনড় ছিলেন কর্তৃপক্ষ। সোমবার ছিল কলেজের এমবিবিএসের তৃতীয় সিমেস্টারের পরীক্ষা শুরুর দিন। কিন্তু দেখা গেল, খাতা-প্রশ্নপত্র নিয়ে পরীক্ষকরা হাজির থাকলেও এদিন পরীক্ষা দিতে এলেন না কোনও মেডিক্যাল পড়ুয়া। আধঘণ্টা অপেক্ষার পর এদিনের মতো পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। কলকাতা মেডিক্যাল কলেজে এই মুহূর্তে ১৪ জন পড়ুয়া করোনা আক্রান্ত। কাল MBBS-এর তৃতীয় সিমেস্টারের পরীক্ষা রয়েছে। কলেজ কর্তৃপক্ষ করোনা আক্রান্তদের আলাদা ঘরে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে।বাকিদের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরে পরীক্ষার হলে প্রবেশের অনুমতি মিলবে।

Related Articles