Sambad Samakal

Fishermen: আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করায় বাংলাদেশে আটক বাংলার ১৩৫ মৎসজীবী!

Jun 30, 2022 @ 10:36 am
Fishermen: আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করায় বাংলাদেশে আটক বাংলার ১৩৫ মৎসজীবী!

আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করায় বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক হল বাংলার ১৩৫ জন মৎসজীবী। মোট ৮টি ট্রলারকে আটক করা হয়েছে বলে খবর। ধৃতরা সকলেই কাকদ্বীপের বাসিন্দা বলে জানা গিয়েছে। কাকদ্বীপ মৎসজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রে খবর, ভুল করে ভারতীয় জলসীমা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিল ওই ট্রলারগুলি।

জানা গিয়েছে, আপাতত ধৃত ওই মৎসজীবীদের বাগেরহাট জেলার মোগলাপোট থানায় রাখা হয়েছে। প্রতি বছরই ২ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার ওপরে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ। সেই নিষেধাজ্ঞাও অমান্য করার অভিযোগ রয়েছে ওই মৎসজীবীদের বিরুদ্ধে। রাজ্যের মৎস দফতর, ভারতীয় বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে দ্রুত আটক মৎসজীবীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।

Related Articles