Sambad Samakal

darjeeling: মণিপুরের ধসে নিহত দার্জিলিংয়ের ৯ জওয়ান, নিখোঁজ ১৮ মাসের শিশু

Jul 1, 2022 @ 9:51 pm
darjeeling: মণিপুরের ধসে নিহত দার্জিলিংয়ের ৯ জওয়ান, নিখোঁজ ১৮ মাসের শিশু

মণিপুরের ননে জেলায় ধস নামার ঘটনায় মৃত্যু হয়েছে দার্জিলিংয়ের ন’জন জওয়ানের। শুক্রবার এই তথ্য সামনে আসতেই শোকের ছায়া নেমে শৈল শহরে। টুইটে গভীর শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত ননের এই ধসে ১৬ জনের মৃত্যুর খবর সামনে এসেছে।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, ‘মণিপুরের ধসে মৃতদের মধ্যে দার্জিলিং হিলসের (১০৭ টেরিটোরিয়াল আর্মি ইউনিট) নয় জওয়ান রয়েছেন জেনে আমি স্তম্ভিত। তাঁদের মৃত্যুতে শোকাহত। ওঁদের পরিবারকে সমবেদনা জানাই। তাঁদের পাশে রয়েছি।’

উল্লেখ্য, বৃহস্পতিবার মণিপুরের ননে এলাকায় টুপুল ইয়ার্ড রেলওয়ে নির্মাণস্থলের কাছে ১০৭ টেরিটোরিয়াল সেনা ছাওনিতে ধস নামে। ছাওনির সকলে তখন ঘুমচ্ছিলেন। শুক্রবার দিনভর তল্লাশিতে ১৬ জনের দেহ উদ্ধার হয়েছে। রাতে খবর লেখা পর্যন্ত নিখোঁজ সাত সেনা-সহ ৫৫ জন। এই তালিকায় রয়েছে ১৮ মাসের এক শিশুও। তৎপরতায় সঙ্গে উদ্ধার কাজ চালাচ্ছে ভারতীয় সেনা, আসাম রাইফেলস, টেরিটোরিয়াল আর্মি ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রশিক্ষিত কুকুর নামিয়ে চলছে মৃতদেহ খোঁজার কাজ।

Related Articles