Sambad Samakal

Poster Release: প্রকাশ্যে ‘জনি বনি’ সিরিজের মোশান পোস্টার

Jul 6, 2022 @ 2:26 am
Poster Release: প্রকাশ্যে ‘জনি বনি’ সিরিজের মোশান পোস্টার

সোমনাথ লাহা

স্বপ্ন ছুঁতে চাওয়া এক পুলিশ অফিসার ও দাবার দৌড়ে নিজেকে প্রমাণ করতে চাওয়া এক কিশোর। এই দুজনের জুটি নিয়েই পরিচালক অভিজিৎ চৌধুরীর সিরিজ ‘জনি বনি’। অভিজিৎ ইতিপূর্বে ‘মানভঞ্জন’,’একেনবাবু’-র মতো সিরিজ পরিচালনা করেছেন। মিল্কি ওয়ে ফিল্মসের ব্যানারে সিরিজটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন দেব সরকার। সিরিজে জনি ওরফে জনার্দনের চরিত্রে রয়েছেন ‘মন্দার’ খ্যাত দেবাশিস মন্ডল। তার স্ত্রী আঁখির ভূমিকায় দেখা যাবে স্বস্তিকা দত্তকে। অপরদিকে বনির চরিত্রে রয়েছেন অঙ্কিত মজুমদার। ক্লিক প্ল্যাটফর্মে আসন্ন এই ওয়েব সিরিজটিতে একজন দুঁদে রাজনীতিবিদের ভূমিকায় রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন পুষ্পিতা মুখোপাধ্যায়, লোকনাথ দে প্রমুখ। সিরিজে পুলিশ অফিসার জনার্দন ওরফে জনি মগজ ও পেশিশক্তিকে সম্বল করে বড় বড় রহস্য ভেদ করতে চাইলেও, সে সুযোগ পায় না। কারণ অফিসে সে রাজনৈতিক চক্রান্তের শিকার। অন্যদিকে জনির বাড়িতে অবাধ যাতায়াত ১৩বছরের বনির। সে দাবাখেলায় পটু। সম্পর্কে জনি তার মেসোমশাই। জনির পাশে সে দাঁড়ায় তার ধারালো মগজাস্ত্র নিয়ে। সম্প্রতি প্রকাশ্যে এলো এই সিরিজের মোশান পোস্টার। সিরিজে পোড় খাওয়া পুলিশি লুকে ধরা দেবেন দেবাশিস। অন্য দিকে শিশুশিল্পী হিসেবে অঙ্কিত মজুমদারকে এত দিন পেয়েছে দর্শক। সিরিজে বনি চরিত্রে চোখে চশমা দিয়ে অঙ্কিত যেন এখন অনেকটাই বড়। অপরদিকে ধারাবাহিক, সিরিজ পেরিয়ে এবার নিজেকে বিভিন্ন ভাবে মেলে ধরতে চান স্বস্তিকা।তার প্রমাণ নতুন সিরিজে স্বস্তিকার এই ‘ডি-গ্ল্যাম’ লুক। সিরিজের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক স্বয়ং। সংগীত পরিচালনায় আকিব হায়াত। সিনেমাটোগ্রাফার শুভদীপ দে। চলতি মাসের শেষে ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক-এ স্ট্রিমিং হতে চলা এই সিরিজটি প্রসঙ্গে পরিচালক অভিজিৎ চৌধুরীর বক্তব্য, “সিরিজটিতে একদিকে যেমন আমাদের দেশের পুলিশি ব্যবস্থার বিভিন্ন দিক ও প্রসঙ্গ উঠে এসেছে, অন্যদিকে দাবা খেলার প্রচুর খুঁটিনাটি একইসাথে সিরিজটির গল্পে এসেছে। বেশ কিছু প্রাক্তন পুলিশ অফিসার আমাদের সাহায্য করেছেন পুলিশের সাথে সমাজের বিভিন্ন অংশের অংশের সমীকরণ বুঝতে। পাশাপাশি আমরা অত্যন্ত কৃতজ্ঞ গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া এবং তাঁর চেস অ্যাকাডেমির কাছে, আমাদের নানাভাবে সাহায্য করার জন্য।” দেবাশিসের মতে, “জনার্দন দাসের চরিত্রটির সঙ্গে আমি অনেকাংশেই মিল খুঁজে পেয়েছি। ভাবনাচিন্তা, আদর্শ, ব্যক্তিগত জীবন ও পারিপার্শ্বিক পরিস্থিতিগত টানাপোড়েনের যে মানসিক অবস্থার মধ্যে দিয়ে জনি ওরফে জনার্দন যায় তার সঙ্গে বহু অংশেই আমি সমানুভূতি অনুভব করি। যথেষ্ট চাপের মধ্যে শুটিং হলেও জনার্দন চরিত্রটি করা আমার জন্য একটি অনবদ্য যাত্রা ছিল।” স্বস্তিকার কথায়, “জনি বনি নিয়ে আমার উৎসাহ অনেক বেশি, কারণ এই প্রথম একটা ক্রাইম থ্রিলার সিরিজে আমি অংশ নিতে পেরেছি এবং আমার প্রথম কাজ ক্লিকের সঙ্গে। আঁখি চরিত্রটার সঙ্গে দর্শকরা রিলেট করতে পারবেন। অনেক বেশি নিউট্রাল এই চরিত্রটা। এরকম একটা সিরিজে অভিনয় করতে পেরে খুবই ভালো লাগছে।”

Related Articles