দুর্নীতির অভিযোগে দেশে বুলেট ট্রেন প্রকল্পের শীর্ষ কর্তাকে বহিষ্কার করল ভারতীয় রেল। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করেছেন ভারতে বুলেট ট্রেন প্রকল্পের কাজের তত্ত্বাবধানে থাকা ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড (এনএইচএসআরসিএল)- এর ম্যানেজিং ডিরেক্টর সতীশ অগ্নিহোত্রী। তিনি রেলের টাকা বেআইনি ভাবে অন্য এক সংস্থায় সরিয়ে দিয়েছেন বলেও অভিযোগ। সেই কারণেই তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় রেল।সতীশ এর আগে ন’বছর রেলবিকাশ নিগমের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন। অভিযোগ, সে সময় এক বেসরকারি সংস্থার থেকে সুবিধা নিয়ে তাদের বরাত পাইয়ে দিয়েছিলেন তিনি। এই নিয়ে ২ জুন সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় লোকপাল আদালত। আগামী ১২ ডিসেম্বরের মধ্যে সিবিআইকে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। কিন্তু এর মধ্যেই ১৯৮২ সালের আইআরএসই অফিসার সতীশকে বহিষ্কার করল রেল বোর্ড।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>