Sambad Samakal

Agnipath: প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে অগ্নিপথ বাতিলের দাবি তৃণমূল সাংসদদের

Jul 11, 2022 @ 7:53 pm
Agnipath: প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে অগ্নিপথ বাতিলের দাবি তৃণমূল সাংসদদের

সোমবার দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে বৈঠকে অগ্নিপথ প্রকল্প অবিলম্বে বাতিলের দাবি তুললেন তৃণমূল সাংসদরা। এদিন সংসদীয় কমিটির বৈঠকে বিরোধী দলের সাংসদদের মুখোমুখি হয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। এই বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান ও দেশের প্রতিরক্ষা সচিব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুই সাংসদ সৌগত রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দেন।

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের ঘটনার উল্লেখ করে বলেন, অগ্নিপথ প্রকল্প দেশের জন্য আগামী দিনে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা দাবি করেন, ১০০ শতাংশ অগ্নিবীরকেই স্থায়ী ভাবে সেনাবাহিনীতে নিয়োগ করতে হবে। কৃষি বিলের মতোই এই প্রকল্পও শেষ পর্যন্ত বাতিল করতে হবে কেন্দ্রকে।

তৃণমূল সাংসদ সৌগত রায় জানান, ১৮ জুলাই থেকে শুরু হওয়া বাদল অধিবেশনে সংসদের ভেতরে অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে সরব হবেন দলের সাংসদরা। এই বিষয়ে এদিনই লোকসভার স্পিকারের কাছে নোটিশও দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

Related Articles