Sambad Samakal

Mamata: ইডি-সিবিআই এলে কী করবেন? নিদান মমতার

Jul 21, 2022 @ 1:52 pm
Mamata: ইডি-সিবিআই এলে কী করবেন? নিদান মমতার

ইডি-সিবিআই বিজেপির মেরুদণ্ড। বৃহস্পতিবার ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তীব্র কটাক্ষ ছুড়ে একথা বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সঙ্গেই দলের কর্মী সমর্থকদের তাঁর বার্তা, “ইডি-সিবিআই এলে ভয় পাবেন না। তাদের সাদরে আমন্ত্রণ জানাবেন। বসার জায়গা দেবেন। আর তারপর গ্যাসের সিলিন্ডারটা ওদের সামনে রেখে দেবেন। একথালা মুড়ি খেতে দেবেন। সেই মুড়িতে একটু সরষের তেল ছড়িয়ে দেবেন। বলবেন, এর জন্য জিএসটি লাগবে না, ওটুকু আমরা ম্যানেজ করে নেব।”

Related Articles