Sambad Samakal

Partha: তৃণমূল থেকে সাসপেন্ড, মহাসচিব ছাড়াও আর কোন কোন পদ খোয়ালেন পার্থ?

Jul 28, 2022 @ 7:23 pm
Partha: তৃণমূল থেকে সাসপেন্ড, মহাসচিব ছাড়াও আর কোন কোন পদ খোয়ালেন পার্থ?

মন্ত্রিত্বের পর এবার তৃণমূলের মহাসচিব পদও খোয়ালেন পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে পার্থকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় তৃণমূল। একইসঙ্গে দলের মহাসচিব পদ ও দলীয় মুখপত্র জাগো বাংলার সম্পাদক পদ সহ দলের সমস্ত পদ থেকে তাঁকে অপসারিত করা হয়।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘তদন্ত যতদিন না শেষ হবে, ততদিন পার্থ চট্টোপাধ্যায় দল থেকে সাসপেন্ড থাকবেন। উনি আইনের চোখে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারলে তখন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’ এদিন অভিষেক জানান, বৈঠকে উপস্থিত সকলেই একবাক্যে ওই অভিমত প্রকাশ করেছেন। যে সমস্ত তথ্য সামনে আসছে, তার ভিত্তিতে মুখ্যমন্ত্রীও একটা সিদ্ধান্ত নিয়েছেন। তবে একইসঙ্গে অভিষেক বলেছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উচিত দ্রুত তদন্ত শেষ করা! তাঁর কথায়, ‘‘সারদা-কাণ্ডে এখনও বিচার সেভাবে শুরু হয়নি। চার্জশিটও দিতে পারেনি সিবিআই।’’

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, “দুর্নীতির সঙ্গে আপস করার কোনও প্রশ্নই ওঠে না। এই বিষয়ে আমরা জিরো টলারেন্সে বিশ্বাসী!’’ অভিষেকের কথায়, ‘‘যে সমস্ত ছবি জনসমক্ষে এসেছে, তা অস্বস্তিকর। কিন্তু যত বড়ই নেতা হন, তাঁর যতই জনসমর্থন থাকুক, মানুষের সঙ্গে অন্যায় করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই। আমরা কাউকে আড়াল করব না।’’ এমনকী ওই দুর্নীতির তদন্তের বিষয়ে রাজ্য সরকার ইডি, সিবিআই-সহ সমস্ত তদন্তকারী সংস্থাকে সাহায্য করবে বলেও জানান অভিষেক।

পার্থ দলের মোট পাঁচটি পদে ছিলেন। ফলে এখন পার্থ আপাতত ‘তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক’ হিসেবেই থাকবেন। অভিষেক বলেন, ‘‘এখন তৃণমূলে কোনও মহাসচিব নেই। সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’

Related Articles