Sambad Samakal

SSC Verdict: চাকরিহারা যোগ্য প্রার্থীদের বেতন দেবে রাজ্য!

Apr 25, 2024 @ 5:30 pm
SSC Verdict: চাকরিহারা যোগ্য প্রার্থীদের বেতন দেবে রাজ্য!

কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরিহারা ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীকে এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য সরকার। শিক্ষা দফতর সূত্রে খবর, শ্রম আইন অনুসারে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমনকী, যত দিন সুপ্রিম কোর্টে মামলা চলবে, ততদিন কারও বেতন বন্ধ করা হবে না বলে বৃহস্পতিবার জানিয়ে দিল রাজ্য।

গত সোমবার কলকাতা হাইকোর্টে
বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ এসএসসি-র ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে। যাঁর জেরে একধাক্কায় চাকরি যায় ২৫ হাজার ৭৫৩ জনের। সেই চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। শিক্ষা দফতরের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফেও পৃথক ভাবে মামলা করা হয়েছে। এই আবহেই শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, যেহেতু মামলাটি বিচারাধীন এবং ওই ২৫,৭৫৩ জন প্রত্যেকেই এপ্রিল মাস জুড়ে কাজ করেছেন, তাই তাঁদের বেতন দেওয়া হবে। শ্রম আইন অনুসারে, কেউ কাজ করলে তাঁর উপযুক্ত পারিশ্রমিক দিতে হয়। সেই আইন অনুসরণ করেই চাকরিহারাদের এপ্রিলের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

Related Articles