আগামী দু’মাসের মধ্যে চাকরি দিতে হবে ৮০০ চাকরি প্রার্থীকে। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। দুর্নীতি সংক্রান্ত অভিযোগে ২০০৯ সাল থেকে আটকে ছিল এই নিয়োগ।
প্রাথমিকের নিয়োগে জেলায় দুর্নীতি হয়েছে বলে আদালতে স্বীকার করে নেয় উত্তর ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। একথা শুনে বিচারপতি প্রশ্ন করেন, ‘আপনারা কী চান? তদন্ত হোক? নাকি বোর্ড চাকরি দেবে?’ সংসদের জানায়, ‘আমরা চাকরি দিতে প্রস্তুত’।
২০০৯ সালের প্রাথমিক নিয়োগ নিয়ে দক্ষিণ ২৪ পরগনাতেও দুর্নীতির অভিযোগ ওঠে। দীর্ঘদিন আন্দোলন চলে। পরে হাইকোর্টের নির্দেশে প্রায় ১৫০০ প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।