দেশের জনপ্রিয় বেসরকারি ব্যাঙ্কের ওপর ‘কড়া’ নিষেধাজ্ঞা আরোপ করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক! জানা যাচ্ছে, বুধবার কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি হয়েছে আর্থিক বেনিয়মের অভিযোগে।
রিজার্ভ ব্যাঙ্কের জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, তথ্য-প্রযুক্তি সংক্রান্ত অডিটে বড়সড় বেনিয়ম ধরা পড়েছে। তাই আপাতত নতুন গ্রাহকদের মোবাইল ব্যাঙ্কিং বা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যুক্ত করতে পারবে না কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। এছাড়াও নতুন ক্রেডিট কার্ড ইস্যু করার ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের জেরে ব্যাঙ্কের বর্তমান গ্রাহকদের কোনও সমস্যা হবে না বলেই খবর। যদিও উদ্বেগে রয়েছেন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের গ্রাহকরা।