Sambad Samakal

School Teacher: রাজ্যে ২১ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি, কী জানালেন শিক্ষামন্ত্রী?

Aug 1, 2022 @ 7:40 pm
School Teacher: রাজ্যে ২১ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি, কী জানালেন শিক্ষামন্ত্রী?

শিক্ষক নিয়োগে দুর্নীতি ইস্যুতে উত্তাল রাজ্য। আর এর মধ্যেই রাজ্যে নতুন করে ২১ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু করল শিক্ষা দফতর। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষা দফতরে নিয়োগ সংক্রান্ত এক বৈঠকের পরে জানিয়েছেন, পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। উচ্চ প্রাথমিক, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রধান শিক্ষক ও সাধারণ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু নিয়মের পরিবর্তন করা হবে। এই বিষয়ে বিস্তারিত প্রস্তাব ইতিমধ্যেই রাজ্যের আইনমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।” এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ও এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। যদিও সোমবারের বৈঠকে শিক্ষক নিয়োগ আন্দোলন সংক্রান্ত কোনও আলোচনা হয়নি বলেই জানান শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, আগামী ৮ অগস্ট শিক্ষা দফতরে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ব্রাত্য বসুর।

Related Articles