Sambad Samakal

GI Tag: অবশেষে জি-আই ট্যাগ পেল পুরুলিয়ার ছৌ মুখোশ

Aug 12, 2022 @ 1:36 pm
GI Tag: অবশেষে জি-আই ট্যাগ পেল পুরুলিয়ার ছৌ মুখোশ

ছৌ নাচকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আস্ত একটা গ্রাম। ঘরে ঘরে তৈরি হয় ছৌ-এর মুখোশ, চলে নাচের তালিম। কথা হচ্ছে, পুরুলিয়ার চড়িদা গ্রামকে নিয়েই। এতদিন পর্যন্ত স্থানীয়দের মুখে ছৌ নাচের গ্রাম বলে পরিচিত ছিল চড়িদা। এবার এল আনুষ্ঠানিক স্বীকৃতি। রসগোল্লা, ল্যাংচা, সীতাভোগের পরে জি-আই ট্যাগ পেল চড়িদার ছৌ মুখোশ।

আজ থেকে প্রায় ২০০ বছর আগে থেকে পুরুলিয়ার সঙ্গে সম্পর্ক জড়িয়ে রয়েছে ছৌ নাচ ও মুখোশের। বর্ধমান থেকে আসা সূত্রধর সম্প্রদায়ের শিল্পীদের হাত ধরেই শুরু হয় ছৌ মুখোশের চল। আশির দশকে ছৌ নাচকে আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করেছিলেন চড়িদার পদ্মশ্রীপ্রাপ্ত শিল্পী গম্ভীর সিংহ। তাই ছৌ মুখোশের জন্য জি-আই ট্যাগের দাবি উঠছিল বেশ কয়েক বছর ধরেই। ইতিহাস ও ঐতিহ্য পর্যালোচনা করার পরে অবশেষে ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার।

Related Articles