Sambad Samakal

UPI Payment: ইউপিআই পেমেন্টের ওপর বসছে অতিরিক্ত চার্জ! কী জানাল অর্থমন্ত্রক?

Aug 22, 2022 @ 10:58 am
UPI Payment: ইউপিআই পেমেন্টের ওপর বসছে অতিরিক্ত চার্জ! কী জানাল অর্থমন্ত্রক?

দেশজুড়ে নগদ লেনদেনের বিকল্প হিসেবে বৃদ্ধি পেয়েছে ইউপিআই পেমেন্ট। ফোন থেকেই কিউআর কোড স্ক্যান করে বা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাচ্ছে টাকা। বর্তমানে এই ব্যবস্থা জনপ্রিয় হওয়ার পরেই জল্পনা ছড়িয়েছিল যে, প্রতিটি ইউপিআই লেনদেনের ওপরে অতিরিক্ত চার্জ নেওয়া হতে পারে। ফলে স্বভাবতই সিঁদুরে মেঘ দেখছিলেন অনেকে।

তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়ে দিল, ইউপিআই পেমেন্টের ওপরে অতিরিক্ত চার্জ বসানোর কোনও পরিকল্পনা নেই। কারণ সরকার চায়, ডিজিটাল লেনদেনে মানুষের উৎসাহ বাড়ুক। যদিও রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে ইউপিআই পেমেন্টের ওপর অতিরিক্ত চার্জ বসানোর একটি আলোচনা চলছিল। কিন্তু অর্থমন্ত্রকের পক্ষ থেকে সেই জল্পনায় ইতি টানা হল।

Related Articles