Sambad Samakal

Indian Currency: বিশ্ব বাজারে মন্দার জের! ফের পড়ল টাকার দাম

Aug 29, 2022 @ 10:28 am
Indian Currency: বিশ্ব বাজারে মন্দার জের! ফের পড়ল টাকার দাম

বিশ্ব বাজারে মন্দার জের! ফের পড়তে শুরু করল টাকার দাম। সোমবার সকালে বাজার খুলতেই ডলার প্রতি টাকার দাম ৮০ টাকায় নেমে এসেছে। এই মুহূর্তে এক ডলার প্রতি টাকার দাম দাঁড়িয়েছে ৮০ টাকা ৩ পয়সা। গত কয়েক দিনের তুলনায় যা ০.২৫ শতাংশ কম।

প্রসঙ্গত, গত সপ্তাহে বাজার খোলার সময়ে ডলার পিছু টাকার দাম ছিল ৮০ টাকা ৭ পয়সা। বাজার শেষের সময়ে সর্বনিম্ন রেকর্ড করে তা দাঁড়িয়েছিল ৮০ টাকা ১৩ পয়সায়।

Related Articles