কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। আর সেই স্বীকৃতিকে উদযাপন করতে আজ, বৃহস্পতিবার দুপুরে কলকাতা সহ রাজ্য জুড়ে বর্ণাঢ্য মহামিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এদিন সকালেই এই স্বীকৃতির জন্য ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী।

টুইটে মমতা লিখেছেন, ‘দুর্গাপুজো এক আবেগ, যা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমাদের সঙ্ঘবদ্ধ করে, শিল্পের সঙ্গে আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটায়। ইউনেস্কোকে ধন্যবাদ দুর্গাপুজোকে প্রবাহমান ঐতিহ্যের স্বীকৃতি দেওয়ায়।’