শিলিগুড়িতে তৃণমূলের বিক্ষোভের মুখে দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা! শুক্রবার ভোট চলাকালীন বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে লাগাতার অভিযোগ করতে থাকেন তৃণমূল কর্মীরা। তাদের দাবি, বিজেপি কর্মীরা বুথের ১০০ মিটার মধ্যে প্রচার চালাচ্ছে।
একথা শোনার পরেই কার্যত নিজের দলীয় কর্মীদেরই ধমক দেন বিজেপি প্রার্থী। তৃণমূল কর্মীদের কথা দেন, এধরণের অন্যায় কাজ আর হবে না। শেষপর্যন্ত অবশ্য তৃণমূল কংগ্রেস কর্মীদের আশ্বস্ত করে এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী রাজু বিস্তা।