Sambad Samakal

SSC Scam: নবম-দশমে নিয়োগ শুরু পুজোর আগেই! সিবিআই-পর্ষদের রিপোর্ট তলব হাইকোর্টের

Sep 21, 2022 @ 5:56 pm
SSC Scam: নবম-দশমে নিয়োগ শুরু পুজোর আগেই! সিবিআই-পর্ষদের রিপোর্ট তলব হাইকোর্টের

নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে সিবিআই। বুধবার সেই মামলার শুনানিতে আরও কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি নির্দেশ দেন, ঠিক কত জন দুর্নীতি করে চাকরি করছেন সেই সংখ্যা খুঁজে বের করতে হবে। সেই দায়িত্ব নিতে হবে সিবিআই ও মধ্যশিক্ষা পর্ষদকে।

তাই আগামী ৭ দিনের মধ্যেই সিবিআই ও মধ্যশিক্ষা পর্ষদকে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। ২৮ সেপ্টেম্বর অর্থাৎ পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন নিজের পর্যবেক্ষণে জানান, যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে, তাদের সকলের চাকরি তৎক্ষণাৎ কেড়ে নেওয়া হবে। সেই স্থানে যারা যোগ্য, সেই সমস্ত প্রার্থীদের নিয়োগ করা হবে। পর্ষদ ও সিবিআইয়ের রিপোর্ট অনুযায়ী নিয়োগ করা হবে।

Related Articles