Sambad Samakal

Car: গাড়ির মাথায় হেলিপ্যাড! কত জন চড়তে পারেন বিশ্বের সবথেকে লম্বা গাড়িতে?

Oct 6, 2022 @ 5:29 pm
Car: গাড়ির মাথায় হেলিপ্যাড! কত জন চড়তে পারেন বিশ্বের সবথেকে লম্বা গাড়িতে?

বিশাল চলন্ত জাহাজের ওপরে অনায়াসেই ল্যান্ড করতে পারে যুদ্ধবিমান বা হেলিকপ্টার। কিন্তু রাস্তায় গাড়ির মাথায় তৈরি হেলিপ্যাডে নামবে হেলিকপ্টার! অবিশ্বাস্য হলেও, এমন গাড়িও রয়েছে এই বিশ্বে। দীর্ঘতম এই গাড়িতে রয়েছে সুইমিংপুল, মিনি গলফকোর্স, বার সবই। ৩০.৫ মিটার দীর্ঘ, ২৬ চাকার এই গাড়িটিকে দেখলে মনে হবে টায়ারযুক্ত ট্রেন।

প্রকাণ্ড এই গাড়িটিতে পাওয়ার সরবরাহ করে দুটি টুইন ভি ইঞ্জিন। মোট ৮২ জন যাত্রী নিয়ে অনায়াসেই নিজস্ব গতিতে ছুটতে পারে এই গাড়ি। ১৯৮৬ সালে হলিউড ডিজাইনার জে ওরবার্গ বিলাসবহুল এই লিমুজিন গাড়িটির নকশা তৈরি করেন। রাস্তায় নামার পরেই ‘আমেরিকান ড্রিম’ গাড়িটি বিশ্বের সবথেকে লম্বা বা দীর্ঘতম গাড়ি হিসেবে গিনেস বুকোর পাতায় নাম তোলে।

Related Articles