Sambad Samakal

Tree Song: গাছেরাও গান গায়! কেমন শুনতে সেই গান?

Oct 6, 2022 @ 5:46 pm
Tree Song: গাছেরাও গান গায়! কেমন শুনতে সেই গান?

মানুষের গান’তো সকলেই শুনেছি আমরা। পাখির কলতান বা ঝিঁঝিঁর ডাকের সঙ্গে গানের তুলনা করা যায় অনায়াসেই। কিন্তু গাছের গান কি শুনেছেন কখনও? আর সেই গানকে শ্রবণযোগ্য করে তুলেছেন সঙ্গীতশিল্পী ও জীববিজ্ঞানী তরুণ নায়ার। মানব দেহের পালসের মতোই গাছের শরীরেও প্রবাহিত হয় জৈব-বিদ্যুৎ বা বায়ো-ইলেকট্রিক পালস।

আর গাছের পাতার সঙ্গে ইলেকট্রোড সংযুক্ত করে ওই জৈব-বিদ্যুৎকেই সিন্থেসাইজারের মাধ্যমে সঙ্গীতে পরিণত করেন ব্রিটেন নিবাসী তরুণ। তবে এসঙ্গীতে শব্দ বা ভাষা নেই কোনও। রয়েছে কেবল নিখাদ ইলেকট্রনিক যন্ত্রসঙ্গীত। সময়ের সঙ্গে তাল মিলিয়ে যা অবিরাম বেজে চলে। বিভিন্ন বৃক্ষ, গুল্ম এমনকী বহু প্রজাতির মাশরুমের সঙ্গীতও রেকর্ড করেছেন ওই তরুণ।

Related Articles