Sambad Samakal

Crackers: দীপাবলিতে কোন বাজি ব্যবহার করা যাবে? কী জানাল কলকাতা হাইকোর্ট?

Oct 11, 2022 @ 6:08 pm
Crackers: দীপাবলিতে কোন বাজি ব্যবহার করা যাবে? কী জানাল কলকাতা হাইকোর্ট?

দেশজুড়ে উৎসবের মরসুমের মধ্যেই এগিয়ে আসছে কালীপুজো ও দীপাবলি। আর এই সময়ে শব্দবাজির দৌরাত্মকে জব্দ করতে আগেভাগেই কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার একটি মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী জানিয়ে দিলেন, রাজ্যের সর্বত্র কেবল ‘সবুজ বাজি’ বা ‘গ্রিন ক্র্যাকার্স’ই ব্যবহার করা যাবে। অন্য কোনও ধরনের বাজি তৈরি, বিক্রি ও জ্বালানো নিষিদ্ধ।

ব্যবসায়ীরা আদৌ সবুজ বাজি বিক্রি করছেন কিনা, সেই বিষয়ে পুলিশকে যথাযথ নজরদারি চালাতে হবে বলে নিজের পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি বাগচী। পুজোর ছুটির পরে আদালত খুললে এই বিষয়ে একটি রিপোর্ট জমা দিতে হবে কলকাতা পুলিশকে। এরসঙ্গেই শব্দবাজি নিয়ন্ত্রণে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ছাড়াও আরও দুটি কেন্দ্রীয় সংস্থাকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ন্যাশানাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট ও পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশনকে রাজ্য পুলিশের সঙ্গেই অভিযান চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles