Sambad Samakal

Weather: উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হবে কতটা?

Oct 13, 2022 @ 9:19 am
Weather: উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হবে কতটা?

বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবে একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভূমিধস ও নীচু এলাকাতে প্লাবনের সতর্কতাও জারি রয়েছে।

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৫ শতাংশ।

Related Articles