Sambad Samakal

MBBS: নয়া নজির মধ্যপ্রদেশে, প্রকাশিত হিন্দিতে লেখা প্রথম ডাক্তারি বই

Oct 16, 2022 @ 4:56 pm
MBBS: নয়া নজির মধ্যপ্রদেশে, প্রকাশিত হিন্দিতে লেখা প্রথম ডাক্তারি বই

নয়া নজির মধ্যপ্রদেশে, দেশের মধ্যে প্রথমবার হিন্দিতে লেখা ডাক্তারি বই পড়ানো হবে পড়ুয়াদের! এদিন মধ্যপ্রদেশের প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়াদের জন্য লেখা সেই বইগুলি প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোপালের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও চিকিৎসা শিক্ষামন্ত্রী বিশ্বাস কৈলাস সারং।

ডাক্তারি পড়ুয়াদের জন্য প্রথম হিন্দি বই প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “আজকের দিনটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নিজের মাতৃভাষায় ডাক্তারি পড়ার সুযোগ সম্পর্কে মোদিজির ইচ্ছেকে বাস্তবায়িত করল মধ্যপ্রদেশ সরকার। এখন থেকে হিন্দিতেই পড়ানো হবে ডাক্তারি।”

Related Articles