তীব্র অস্বস্তিকর গরমে কার্যত নাজেহাল আম জনতা। যদিও আপাতত এই গরমের হাত থেকে মুক্তি নেই বলেই মনে করছেন আবহবিদরা। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, এপ্রিল মাাের মতোই মে মাসেও তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের সাত জেলায় অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। কলকাতা সহ বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও তাপমাত্রার পারদ চড়া থাকবে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা ছাড়া এই মুহূর্তে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।