Sambad Samakal

Weather: আংশিক মেঘলা আকাশ, বৃষ্টি হবে কালীপুজোতেও?

Oct 18, 2022 @ 9:22 am
Weather: আংশিক মেঘলা আকাশ, বৃষ্টি হবে কালীপুজোতেও?

মঙ্গলবার সকাল থেকেই আংশিক মেঘলা শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপের প্রভাবে কালীপুজোর সময়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে। সঙ্গেই ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর ভ্রুকুটিও বজায় রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৮ শতাংশ।

Related Articles