Sambad Samakal

Mamata on Sourav: সৌরভ “বঞ্চনা” নিয়ে ফের তোপ মমতার! কী বললেন বাংলার মুখ্যমন্ত্রী?

Oct 20, 2022 @ 8:19 pm
Mamata on Sourav: সৌরভ “বঞ্চনা” নিয়ে ফের তোপ মমতার! কী বললেন বাংলার মুখ্যমন্ত্রী?

মেয়াদ শেষে বিসিসিআই সভাপতি পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দিলেও বোর্ডের সচিব পদে রয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। যা নিয়ে আগেই রাজনীতির অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সৌরভকে আইসিসিতে পাঠানোর আর্জিও জানিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার সেই আশাতেও জল পড়ল। জানা গেল, আইসিসিতে কোনোও নামই পাঠাচ্ছে না বিসিসিআই। আর তারপরই “বঞ্চনা”র অভিযোগে ফের আক্রমণের সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী।

উত্তরবঙ্গ সফর থেকে ফিরে এদিন বিকেলে মমতা বলেন, “সৌরভ আইসিসিতে যাওয়ার যোগ্য। ওকে বঞ্চিত করা হল! বিজেপি সরকারের অনেককে আমি অনুরোধ করেছিলাম। সকলের সামনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছিলাম। সৌরভকে পাঠালে দেশের গৌরব বাড়ত। জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার আইসিসিতে গিয়েছিলেন। তা হলে কোন অজ্ঞাত কারণে সৌরভকে বঞ্চিত করা হল?” নাম না করে তাঁর ইঙ্গিত অমিত-পুত্র জয়ের দিকেই যায়। বলেন, “অন্য কারও জন্য এই জায়গা রেখে দেওয়া হল। আমি কারও নাম বলব না। নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য সত্যিকারের ক্রীড়াপ্রেমীদের বঞ্চিত করা হচ্ছে। সৌরভের জায়গায় সচিন, আজহারউদ্দিন থাকলে আমি ওদেরও সমর্থন করতাম। সৌরভ বিশ্ব জুড়ে ক্রিকেট খেলেছে। ও ভদ্র ছেলে বলে কিছু বলেনি। নিশ্চয়ই ওর খারাপ লেগেছে! সেটা নিজের মধ্যে চেপে রেখেছে। এটাকে আমরা সহজ ভাবে নিচ্ছি না। এর মধ্যে রাজনীতি রয়েছে। এক জন মানুষকে বেশি প্রাধান্য দেওয়ার জন্য এটা করা হয়েছে।”

Related Articles