Sambad Samakal

Weather: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিতরাং! বৃষ্টির জেরে মাটি হবে কালীপুজোর উৎসব?

Oct 24, 2022 @ 9:25 am
Weather: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিতরাং! বৃষ্টির জেরে মাটি হবে কালীপুজোর উৎসব?

স্থলভাগ থেকে আর মাত্র ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে শক্তিশালী ঘূর্ণিঝড় সিতরাং। আর তার প্রভাবে কালীপুজোর সকাল থেকেই শুরু হয়েছ বৃষ্টি। কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে সারাদিন ধরেই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। যদিও ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়ছেনা এপার বাংলায়। মঙ্গলবার বাংলাদেশের স্থলভাগেই আছড়ে পড়বে সিতরাং। আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে লাগাতার বৃষ্টির জেরে বাঙালির কালীপুজোর আনন্দ কার্যত মাটি হতে চলেছে!

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯১ শতাংশ।

Related Articles