Sambad Samakal

Indian Cricket Team: টি২০ বিশ্বকাপ থেকে বিদায়ের পরেই কোচ বদল ভারতীয় টিমের!

Nov 11, 2022 @ 2:22 pm
Indian Cricket Team: টি২০ বিশ্বকাপ থেকে বিদায়ের পরেই কোচ বদল ভারতীয় টিমের!

বৃহস্পতিবারই ইংল্যান্ডের কাছে হেরে টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। আর সেমিফাইনালে হারের পরেই বদল করা হল ভারতীয় দলের কোচ! সংবাদ সংস্থা সূত্রে খবর, নতুন হেড কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে ভি ভি এস লক্ষ্মণকে। আগামী নিউজিল্যান্ড সফরে তিনিই ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্বে থাকবেন।

আপাতত বিশ্রাম দেওয়া হচ্ছে দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কে। শুধু দ্রাবিড়ই নন, ভারতীয় দলের দুই সহকারী কোচও বদল করা হয়েছে। বিশ্বকাপের ব্যাটিং কোচ ছিলেন বিক্রম রাঠোরের বদলে নিউজিল্যান্ড সফরে যাবেন হৃষিকেশ কানিতকর। বোলিং কোচ পারস মামব্রের বদলে নিউজল্যান্ড সফরে থাকবেন সাইরাজ বাহুতুলে।

Related Articles