Sambad Samakal

Mamata: মুখ্যমন্ত্রীর সামনে অভিযোগ, চব্বিশ ঘণ্টার তৎপর জেলা প্রশাসন, কী জানালেন মমতা?

Nov 16, 2022 @ 6:07 pm
Mamata: মুখ্যমন্ত্রীর সামনে অভিযোগ, চব্বিশ ঘণ্টার তৎপর জেলা প্রশাসন, কী জানালেন মমতা?

বিরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বেলপাহাড়িতে সভা সেরে ফেরার পথে ঝাড়গ্রামের কুচাবনি, মালাবতীর মতো একাধিক আদিবাসী গ্রামে গাড়ি থেকে নেমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সামনে পেয়ে ঘর, পানীয় জল, একশো দিনের কাজ সহ বিভিন্ন অভাব-অভিযোগের কথা জানান আদিবাসী গ্রামবাসীরা।

আর এই ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই তৎপর জেলা প্রশাসন। বুধবারই ওই আদিবাসী গ্রামগুলোতে যান জেলা প্রশাসনের আধিকারিকরা। বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা সমাধানের বন্দোবস্ত করেন।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম থেকে ফেরার আগে জানান, বুধবার থেকেই ওই গ্রামগুলোতে মিলবে জল। অন্যদিকে, বাড়ি না মেলার অভিযোগ প্রসঙ্গে ফের কেন্দ্রকে নিশানা করেন মমতা। তিনি বলেন, “কেন্দ্র টাকা না দেওয়ায় আটকে আছে বাড়ির কাজ। দ্রুতই এই সমস্যার সমাধান করারও চেষ্টা করছে রাজ্য সরকার।”

Related Articles